Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলায় ইসরাইলের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

admin

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪ | ০৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ | ০৬:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানের হামলায় ইসরাইলের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক :
ইসরাইলকে লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে ইসরাইলের একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে শনিবার গভীর রাতে সরাসরি ইসরাইলের ওপর হামলা শুরু করে তেহরান।

Manual8 Ad Code

ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

Manual4 Ad Code

আইডিএফের মুখপাত্র বলেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এ অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন-ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে। তার ভাষ্য, ইসরাইলি ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

ড্যানিয়েল হাগারি বলেন, এ পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলে পড়ার পর একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামরিক স্থাপনাটির বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলেননি তিনি।

Manual3 Ad Code

শেয়ার করুন