ইসরায়েলের হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

Daily Ajker Sylhet

admin

১৯ মার্চ ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ


ইসরায়েলের হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শীর্ষ এক ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ। তিনি গাজার পুলিশ অপারেশনের প্রধান ছিলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে একজন সিনিয়র ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, গাজার পুলিশ অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আল-মাভুহ ফিলিস্তিনি উপজাতি এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সাথে উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

এতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েল যে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চাইছে এবং উত্তর গাজার লক্ষাধিক ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কাজে বাধা দিতে চাইছে, এই অপরাধ সেটিই সবার সামনে তুলে ধরেছে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পক্ষ থেকে দাবি করেছে, তারা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা আল-শিফা হাসপাতালে হামাস নেতাদের উপস্থিতি সম্পর্কে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেইত এবং সামরিক গোয়েন্দাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল।

এর আগে সোমবার ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা আল-শিফা হাসপাতালে হামলা চালিয়েছে। গাজার এই হাসপাতালে হাজার হাজার অসুস্থ ও আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত বহু মানুষ রয়েছেন।

ইসরায়েলের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কান (KAN)-এর মতে, অভিযানের সময় প্রায় ৮০ ফিলিস্তিনিকে এই হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে।

গত জানুয়ারিতে এই আদালতের দেওয়া এক অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Sharing is caring!