ঈদ জামাতে ড্রোন দিয়ে নজরদারি করা হবে : পুলিশ কমিশনার

Daily Ajker Sylhet

admin

১০ এপ্রি ২০২৪, ০৪:২৫ অপরাহ্ণ


ঈদ জামাতে ড্রোন দিয়ে নজরদারি করা হবে : পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার:
এবার ঈদে মুসল্লিদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান; আধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে ঈদ জামাত চলাকালে নজরদারি করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ এপ্রিল) মহানগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনে সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ময়দানের প্রতিটি প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হবে। সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মোতায়েন থাকবে। উঁচু ভবনে রুফটপ ডিউটি সহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। মুসল্লিদের সহজে আসা যাওয়া নিশ্চিতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। তা ছাড়া ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।

পুলিশ কমিশনার সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ জামাতে নিরাপত্তার স্বার্থে মুসল্লিদেরকে শুধুমাত্র টুপি ও জায়নামাজ নিয়ে ঈদগাহ ময়দানে আসার জন্য অনুরোধ করছি।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Sharing is caring!