Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন: হবিগঞ্জে মাঠে ৭ বিএনপি নেতাসহ অর্ধশত প্রার্থী

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
উপজেলা নির্বাচন: হবিগঞ্জে মাঠে ৭ বিএনপি নেতাসহ অর্ধশত প্রার্থী

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই এখন হবিগঞ্জ জেলাজুড়ে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। জেলার ৯টি উপজেলার সম্ভাব্য সকল প্রার্থীরা ইতোমধ্যে চষে বেড়াতে শুরু করেছেন নির্বাচনী মাঠ। এরমধ্যে কিছু প্রার্থী আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নামলেও অনেক প্রার্থী এখনও চালাচ্ছেন কৌশলী প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবর রয়েছেন অনেক প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা।

 

Manual7 Ad Code

বিএনপি নির্বাচনে আসবে কি না তা নিয়ে ধুম্রজাল থাকলেও এবারের উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জে আলোচনায় রয়েছেন ৭ বিএনপি সাবেক বর্তমান নেতা। এছাড়াও মাঠ ঘাটে নির্বাচনী প্রচার প্রচারণা ও ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়ে নানান উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা তুলে ধরে মাঠে রয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ আরো অর্ধশতাধিক প্রার্থী। যদিও এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীই বেশি।

 

নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী জেলায় এবার ৩ ধাপে ৯টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৪মে ভাটি ও হাওর অঞ্চলখ্যাত বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা, ১১ মে চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা এবং ১৮মে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, সদর ও লাখাই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যা ঘোষণার পর থেকেই নির্বিঘ্নে নির্বাচন উপহার দিতে প্রস্তুতি শুরু করেছে জেলা নির্বাচন অফিস। ভোটাররা মনে করছেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় জমজমাট লড়াই হবে প্রার্থীদের মধ্যে।

প্রার্থীদের দক্ষতা বিচক্ষণতা ও সততা দেখে ভোট দেবেন সাধারণ ভোটাররা। তারা বলেন, শুধু উন্নয়নের আশ্বাস নয়, গ্রামগঞ্জের উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা সত্যিকারের পদক্ষেপ নিতে পারবে এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা।

Manual8 Ad Code

এবারের নির্বাচনে যারা মাঠে রয়েছেন তারা হলেন মাধবপুর উপজেলা থেকে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম শাহজাহান। যিনি নিজের প্রার্থীতা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এছাড়া মাঠে ও আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন চৌধুরী অসীম, মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।

Manual3 Ad Code

 

চুনারুঘাট উপজেলায় আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, রায়হান উদ্দিন, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাছান। বাহুবল উপজেলায় বর্তমান চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, আব্দুল কাদির চৌধুরী, আওয়ামীলীগ নেতা রাজন চৌধুরী, বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ রুবেল। নবীগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগ নেতা এডভোটে সুলতান মাহমুদ, বিএনপি নেতা মুজিবুর রহমান সেফু, আওয়ামী লীগ নেতা বুলবুল চৌধুরী, বুরহান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল।

 

Manual6 Ad Code

বানিয়াচং উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। আজমিরীগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান মত্তুর্জা হাসান, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, মোঃ আকবর হোসেন, বিএনপি নেতা খালেদুর রহমান ঝলক। শায়েস্তাগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম কিবরিয়া বেলাল। হবিগঞ্জ সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন ও কণ্ঠ শিল্পী সৈয়দ আশিকুর রহমান।

লাখাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম আলম, রফিক আহমেদ, মাহফুর রহমান মাহফুজ, যুবলীগ নেতা ইকরামুল মজিদ শাকিল।

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশনের দেয়া নিদের্শনা অনুযায়ী আমরা কাজ করব। এবার জেলায় মোট ভোটার রয়েছেন ১৭লাখ ১হাজার ৭শ ৩২জন। এর মধ্যে পুরুষ ৮লাখ ৫৯হাজার ৫শ ২২জন ও নারী ভোটার রয়েছেন ৮লাখ ৪২হাজার ২শ ১০জন।

শেয়ার করুন