Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ০১:০৮ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ০১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল পাওয়া গেছে। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়। তফসিল অনুযায়ী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শেয়ার করুন