Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল নব্য ফ্যাসিবাদের রুপ ধারণ করছে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

admin

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ০৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ০৭:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
একটি দল নব্য ফ্যাসিবাদের রুপ ধারণ করছে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, একটি রাজনৈতিক দল নব্য ফ্যাসিবাদে রুপ ধারণ করছে। তারা লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ার আগেই নির্বাচন-নির্বাচন বলে জাতিকে বিভ্রান্ত করছে। তারা এমন আচরণ করছে যে মনে হয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার হওয়ার আগেই তারা নির্বাচন নামক খেলা খেলতে চায়। তবে সংস্কার, খুনীদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে।

তিনি সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সারাদেশে একটি দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জাতির কাছে নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পাচ্ছে। অথচ জুলাই অন্দোলনের পরে মানুষ এটা দেখতে চায়নি। দিনে-দিনে এই দলটির জনপ্রিয়তা কমছে। তিনি বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকার কোথায় কি সমস্যা, তা আমরা শনাক্ত করছি। এই জনপদের প্রতিটি রাস্তা হবে জনচলাচলের উপযোগী। চলতি জুলাই-আগস্টে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় অনেক উন্নয়নমুলক প্রকল্পের কাজ শুরু হবে। যা আমার মাধ্যমে সরকার থেকে আনা হয়েছে। জনপ্রতিনিধি না হয়েও আমি উন্নয়ন কাজে নিজেকে সমর্পণ করেছি।

মতবিনিময় সভায় বিয়ানীবাজারের সকল পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে একই স্থানে পৃথক আরেকটি মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এক ক্ষণস্থায়ী পৃথিবীতে বাস করছি। এখানে রঙিন স্বপ্ন নয়, বরং কর্ম এবং দায়িত্ব পালনের সময়। এ দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আর আমরা সেই পরীক্ষার অংশগ্রহণকারী। জনপ্রতিনিধিদের উচিত এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রচেষ্টা চালানো।

Manual5 Ad Code

তিনি বলেন, আজকের সমাজে ভুল নেতৃত্ব ও অর্থলোভী চরিত্রের কারণে জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে। একজন প্রতিনিধি হিসেবে সৎ, যোগ্য, কর্মঠ ও ন্যায়পরায়ণ হওয়া জরুরি। এমনকি ইসলামী মৌলিক মাসায়েল সম্পর্কেও তার ন্যূনতম জ্ঞান থাকা দরকার। ৫৪ বছর পর জনগণের সামনে একটি ভালো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এসেছে। এখন সময় এসেছে যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করার। সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রশাসনও তাদের সম্মান করতে বাধ্য থাকবে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত স্থানীয় ইউপি সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, পৌর আমীর কাজী জমির হোসাইন, উপজেলা সেক্রেটারী কাজী আবুল কাশেম, সহ-সেক্রেটারী চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আল মামুন, রুকন উদ্দিন, সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন