Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

একপশলা বৃষ্টিতে সুনামগঞ্জে স্বস্তি

admin

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
একপশলা বৃষ্টিতে সুনামগঞ্জে স্বস্তি

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
টানা দুই সপ্তাহের তাপপ্রবাহ পর বৃষ্টি নেমেছে সুনামগঞ্জে।একপশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে চরম স্বস্তি।

Manual7 Ad Code

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে সুনামগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায়। তীব্র গরমের কারণে অতি পরিচিত বৃষ্টিও হয়ে ওঠে পরম পাওয়া। বৃষ্টি পড়তে দেখে উচ্ছ্বাস ছড়িয়ে পরে সাধারণ মানুষের মাঝে।

সুনামগঞ্জ পৌরবিণির ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রউফ উদ্দিন বলেন, প্রচন্ড গরমে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এখন কিছুটা বৃষ্টি নামায় আবহাওয়া ঠাণ্ডা হয়েছে। একটু স্বস্তি ফিরে পেয়েছি।

তরমুজ ব্যবসায়ি অমিতা পাল বলেন, গরমে মানুষ হাসপাস করছিল। রোগবালাই দেখা দিয়েছিল। বৃষ্টির দেখা পাওয়ায় একটু আরাম লাগছে। আরও একটু বৃষ্টি হলে পরিবেশ শান্ত হবে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, বৃষ্টি নামার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। এখন সিলেট বিভাগের বিভিন্ন জায়গা বৃষ্টি হচ্ছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, সোমবার সকাল আবহাওয়া অধিদপ্তর বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির পূর্ভাবাস দেয়।

Manual4 Ad Code

শেয়ার করুন