Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এক ডিসি ও ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
এক ডিসি ও ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে এক জেলা প্রশাসকসহ (ডিসি) ১০ পুলিশ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual5 Ad Code

আজ রোববার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মিজানুর রহমানের সই করা আলাদা তিন চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে পাঠানো আলাদা দুই চিঠির একটিতে সিলেট ও বরিশালের পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার এবং আরেকটিতে মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার তিন ওসিকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Manual4 Ad Code

সেইসঙ্গে তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের অনুরোধও জানানো হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন