Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বালাগঞ্জ থানাধীন চৌমুহনী কালীবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই মোটরসাইকেলসহ মো. রিয়াদ আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

Manual5 Ad Code

আটক রিয়াদ সিলেটের বালাগঞ্জ থানার বারইগ্রান এলাকার আব্দুল জব্বার আলীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন (২৭) নামে আরেক যুবক পালিয়ে যায়।

Manual3 Ad Code

উদ্ধারকৃত কালো রংয়ের pulsar, 150 সিসি, যাহার ইঞ্জিন নং-DHGBUC78472, চেসিস নং- MD2DHDHZZUCCX4564 এবং নীল রংয়ের pulsar, 150 সিসি, যাহার ইঞ্জিন নং-DHGBUC77778, চেসিস নং- MD2DHDHZZUCC84395।

Manual5 Ad Code

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখ বাদী হয়ে বালাগঞ্জ থানায় এজাহার দায়ের করা করেন।

শেয়ার করুন