Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি আনার হত্যা : ‘মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না’

admin

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
এমপি আনার হত্যা : ‘মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না’

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ বা এর অংশ উদ্ধার না হলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

আজ মঙ্গলবার সকালে কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে তার নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল বর্তমানে কলকাতায় রয়েছে।

Manual2 Ad Code

আজ সকালে নিউটাউনের হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের হারুন অর রশীদ বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) কর্মকর্তারা প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করছেন। অন্যদিকে, বাংলাদেশে আটক এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ঘাতক, নির্দেশনাকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, পাশাপাশি শিলাস্তি রহমানের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আমরা কলকাতায় এসেছি। এসে সিআইডির কর্মকর্তাদের পাশাপাশি এখানে আটক আসামির সঙ্গেও কথা বলেছি।

Manual1 Ad Code

ডিবিপ্রধান বলেন, বাংলাদেশ থেকে পাওয়া তথ্য এখানকার আসামির সঙ্গে কথা বলে মিলিয়ে দেখা হয়েছে। এখানকার আসামিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আমরা প্রাপ্ত তথ্যের হুবহু মিল পেয়েছি।

হারুন অর রশীদ বলেন, আমার মনে হয়, ভারত এবং বাংলাদেশের অভিজ্ঞ কর্মকর্তারা ঘটনার পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর (প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড)- এই বিষয়গুলো আমলে আনবেন। এরপর আদালতে প্রেরণ করা হলে সেখানেও বিষয়টি আমলে নেবেন। সেক্ষেত্রে এই হত্যাকাণ্ডের বিচার করা কষ্টকর হবে বলে আমি মনে করি না।

Manual5 Ad Code

শেয়ার করুন