Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে নেতানিয়াহু

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
ওয়াশিংটনে নেতানিয়াহু

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আলোচনা করবেন আশা করা হচ্ছে।

রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেন বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

Manual2 Ad Code

সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী আগামী দুইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও জিম্মিদের মুক্তি, সেইসঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সেসব বিষয়ে আলোচনা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফর সূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার।

Manual2 Ad Code

তবে চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুর এই সফরের মেয়াদ বাড়ানো হতে পারে।

Manual6 Ad Code

গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই সফরের পরিকল্পনা করা হয় বলে জানা গেছে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও দেখা করবেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড মূলত ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করেন।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অব জায়ন রাষ্ট্রীয় বিমানটি বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রা পথে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পাড়ি দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে এমন কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন