কঙ্গনার সঙ্গে লড়তে চান রাখি সাওয়ান্ত
০৫ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক:
কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র প্রার্থী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে লড়তে চেয়েছেন রাখি সাওয়ান্ত। তাকে টিকিট দিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বলিউড দুনিয়ায় ‘আইটেম গার্ল’ খ্যাত রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাকে বিজেপির টিকিট দেবেন। তবে তা হয়নি। তাই কংগ্রেসের কাছে দ্বারস্থ হয়েছেন তিনি।
উল্লেখ্য, ভারতে চলমান লোকসভা নির্বাচনে কমতি নেই বলিউড তারকা প্রার্থীর। হেমা মালিনী, অরুণ গোভিল ছাড়াও টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত।