Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় একা যাচ্ছেন না আনারকন্যা

admin

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
কলকাতায় একা যাচ্ছেন না আনারকন্যা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় ক্লু লেস এই হত্যাকাণ্ডের ১৫ দিন পরে মঙ্গলবার (২৮ মে) নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই আবেদ আলী ও পিএস রউফ- এমনটিই জানিয়েছেন এমপির পিএস আব্দুর রউফ।

তিনি জানান, এমপির বড় ভাইয়ের ভিসা রেডি থাকলেও আমার ও এমপিকন্যা ডরিনের ভিসা ২৯ তারিখেও হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হয়নি। দ্রুতই ভিসা হাতে পেলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।

Manual7 Ad Code

এর আগে সাংবাদিকদের ডিবিপ্রধান হারুন বলেন, এমপি আনারের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্তকরণ সম্ভব নয়। তাই তার মেয়ে ডরিনকে এরইমধ্যে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, দুই একদিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন।

Manual7 Ad Code

বুধবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, বাবার মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে সেগুলো বাবার কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে পুলিশ আমাদের ডেকেছে কিন্তু ভিসা রেডি না হওয়ায় এখনো যাওয়া সম্ভব হয়নি।

Manual6 Ad Code

শেয়ার করুন