কানাডার সড়কে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি!

Daily Ajker Sylhet

admin

১৩ নভে ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ণ


কানাডার সড়কে কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি!

কুলাউড়া সংবাদদাতা:
কানাডার মতো উন্নত দেশের শহরে দেখা মিললো কুলাউড়া লেখা নাম্বার প্লেটের গাড়ি। কুলাউড়ার নাম কানাডায় ছড়িয়ে দেয়ার চিন্তা থেকেই শখ করে সারোয়ার হোসেন চৌধুরী মুন্নার প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে নিজ গাড়ির নাম্বার প্লেটে নিজ উপজেলা কুলাউড়ার নাম জুড়ে দিয়েছেন।

সারোয়ার হোসেন চৌধুরী মুন্না কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার আব্দুস শহিদ চৌধুরীর ছেলে। তিনি বিগত ১ বছর আগে কানাডায় পাড়ি জমান।

কানাডা প্রবাসী তানিম ইকবাল চৌধুরী জানান, কানাডার বুকে কুলাউড়াকে ভালোবেসে মুন্না প্রায় ৩ লক্ষ টাকা কানাডা সরকারকে প্রদান করে গাড়ির নাম্বার প্লেট হিসেবে কুলাউড়া লিখিয়েছে। গাড়িতে নাম্বার প্লেট হিসেবে কুলাউড়া দেখে কানাডায় অবস্থানরত কুলাউড়ার সকল মানুষের কাছে আলাদা একটি আবেগ কাজ করছে নিজ উপজেলার প্রতি।

Sharing is caring!