Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কার্গোর ধাক্কায় ভেঙে গেল ব্রিজ, ২৪ ঘণ্টায়ও হয়নি উদ্ধার

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
কার্গোর ধাক্কায় ভেঙে গেল ব্রিজ, ২৪ ঘণ্টায়ও হয়নি উদ্ধার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরগুনার পাথরঘাটা উপজেলায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় এলজিইডির নির্মিত লোহার ব্রিজ ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্গোটি ডুবে যায়। শনিবার (২৩ মার্চ) সকালের দিকে উপজেলার হলতা নদীতে এলজিইডির নির্মিত ওই ব্রিজটি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

Manual6 Ad Code

দুুই পারের স্থানীয় বাসিন্দাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে স্কুল, মাদরাসাগামী ওই এলাকার শিক্ষার্থীরা। তবে এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা হয়নি ডুবে থাকা কার্গোটি।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি জরাজীর্ণ ছিল। এতে ঝুঁকি নিয়ে বিভিন্ন গাড়িসহ স্থানীয় বাসিন্দারা ব্রিজটি পার হতেন। শনিবার ব্রিজটির নিচ দিয়ে একটি বালুবাহী কার্গো যাওয়ার সময় ধাক্কা লাগে। এতে ব্রিজটির মাঝের অংশ ভেঙে পড়ে কার্গোটি ডুবে যায়। এ ঘটনায় কার্গোটি ডুবে গেলেও এর চালক ও সহকারী সাঁতরে তীরে উঠে পড়েন।

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। অল্প টাকায় ব্রিজের সংস্কার করা সম্ভব হবে না। লিখিতভাবে বাজেট নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজটি পুনরায় নির্মাণের কাজ করতে হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান বলেন, মালবাহী কার্গোর ধাক্কায় হলতা নদীর ওপরের ব্রিজটি ভেঙেছে। ওই এলাকার মানুষের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছড়া ব্রিজটি ভাঙার পেছনে মালবাহী কার্গোটি দায়ী হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন