Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ ‘ক্যাপ্টেন্স মিট’

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
কাল থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ ‘ক্যাপ্টেন্স মিট’

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সব নাটকীকতা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্সআপ নিউজিল্যান্ড।

Manual5 Ad Code

মূল আসর মাঠে গড়ানোর আগে আজ বুধবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কেরা মিটিং করবেন। ক্যাপ্টেন্স মিট নামের এই মিটিং শেষে অধিনায়করা যোগ দেবেন দলের সঙ্গে।

সাকিব-বাবর-রোহিতদের এই মিটিং শুরু হবে বিকাল ৩টায়। সেই মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে কুশলাদি বিনিময় করবেন অধিনায়করা।

Manual8 Ad Code

বিশ্বকাপের এই আসরটি মাঠে গড়ানোর আগেই জন্ম দিয়েছে নানা আলোচনার। ভারত-পাকিস্তান রাজনৈতিক ঝামেলার কারণে আসরটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

Manual3 Ad Code

১৩তম আসরের সূচি প্রকাশেও করা হয় অনেক বিলম্ব। এরপর একাধিকবার সেই সূচিতে আনা হয় পরিবর্তন। এছাড়া ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত।

Manual5 Ad Code

এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার লক্ষ্যে ম্যাচ ভেন্যু ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই সেখানে পা রাখেন তারা। ক্যাপ্টেন্স মিটে অংশ নেয়ার লক্ষ্যে টাইগারদের অধিনায়ক ছুটে গেছেন আহমেদাবাদে। সেই অনুষ্ঠান শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন