Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে সিলেটে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা থাকবে সপ্তাহজুড়ে

admin

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
কাল থেকে সিলেটে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা থাকবে সপ্তাহজুড়ে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামীকাল (বুধবার) থেকে সিলেটে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Manual6 Ad Code

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তর জানান, আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

Manual7 Ad Code

আবহাওয়াবিদ ড. আবুল কালাম বলেন, দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভবনা আছে। সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের কয়েকটি জেলা— এইসব অঞ্চলের তাপমাত্রা কমে যেতে পারে।

Manual1 Ad Code

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে উত্তরের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

Manual1 Ad Code

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন