Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘে যা বলল পাকিস্তান

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘে যা বলল পাকিস্তান

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল এবং কাশ্মীরি জনগণের আত্মরক্ষার অধিকারকে অব্যাহতভাবে অস্বীকার করার নিন্দা জানিয়েছে পাকিস্তান। বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ে একটি ভাষণে পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার এই নিন্দা জানান।

Manual2 Ad Code

জেনেভায় মানবাধিকার ইস্যুতে পাকিস্তানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তারার জানান, ‘গত এক দশকে ৭০টিরও বেশি মানবাধিকার-সম্পর্কিত আইন প্রণয়ন করা হয়েছে তার দেশে। এছাড়া সাম্প্রতিক ২৬তম সাংবিধানিক সংশোধনী একটি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা পাকিস্তানের মানবাধিকার কাঠামোয় একটি মাইলফলক।

গাজায় ইসরাইলের যুদ্ধের কথা বলতে গিয়ে, আইনমন্ত্রী তেল আবিবের উপকূলীয় ছিটমহলে চলমান নৃশংসতার নিন্দা করেন। সেই সঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল এবং কাশ্মীরি জনগণের আত্মরক্ষার অধিকারকে অব্যাহতভাবে অস্বীকার করার নিন্দা করেন।

বিবৃতি অনুসারে, ভারত-অধিকৃত কাশ্মীরে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। সেই সঙ্গে কাশ্মীর রিপোর্ট আপডেট করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের প্রতি আহ্বান জানিয়েছেন তারার।

Manual3 Ad Code

ধর্মীয় অসহিষ্ণুতা, বিশেষ করে ইসলামোফোবিয়ার বৈশ্বিক বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারার। সেই সঙ্গে ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সকল প্রকার বৈষম্য, বৈরিতা এবং সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর বাইরে আইনমন্ত্রী জাতিসংঘের প্রধান ট্রাস্ট তহবিলে পাকিস্তানের স্বেচ্ছায় অবদান পুনরুদ্ধারের ঘোষণা করেছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন