কী কারণে হোটেলে এসে নিজের প্রাণ নিলেন সালাম?

Daily Ajker Sylhet

admin

২৬ এপ্রি ২০২৪, ০৬:২৯ অপরাহ্ণ


কী কারণে হোটেলে এসে নিজের প্রাণ নিলেন সালাম?

স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার সন্ধ্যারাতে সিলেট মহানগরের হোটেল আল-আমিন নামক আবাসিক হোটেল থেকে মাসুক মিয়া (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা- তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ বলছে- কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুক মিয়া। তবে ৩ দিনেও এর কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহাবের ছেলে মাসুক মিয়া আগের দিন বিকালে হোটেল আল-আমিনের ২৫ নং কক্ষ ভাড়া নেন। কিন্তু পরদিন সন্ধ্যা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় হোটেলের এক কর্মচারীর সন্দেহ হয় এবং বিষয়টি ম্যানেজারকে অবগত করেন। ম্যানেজার পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম এসে কক্ষের দরজা ভেঙে মাসুক মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- প্রাথমিকভাবে পাওয়া আলাতম অনুযায়ী আমরা ধারণা করছি ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি। আমরা জানার চেষ্টা করছি।

 

Sharing is caring!