কুমড়ার নৌকায় ৭৩ কিমি. পাড়ি দিয়ে রেকর্ড

Daily Ajker Sylhet

admin

০৭ নভে ২০২৪, ০১:৪১ অপরাহ্ণ


কুমড়ার নৌকায় ৭৩ কিমি. পাড়ি দিয়ে রেকর্ড

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালির বাসিন্দা গ্যারি ক্রিস্টেনসেন। সম্প্রতি যিনি ১ হাজার ২১৪ পাউন্ডের একটি বিশাল কুমড়াকে ডিঙি নৌকায় পরিণত করেছেন। পরে সেটি নদীতে নামিয়ে তাতে চড়ে ৪৫ দশমিক ৬৭ মাইল বা ৭৩ কিলোমিটার পাড়ি দিয়েছেন। যা কুমড়ার নৌকায় চড়ে সর্বোচ্চ দূরত্ব ভ্রমণের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

২০১১ সাল থেকে বড় আকারের কুমড়ার চাষাবাদ করে আসছেন গ্যারি। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তার খেতের বিশাল আকারের কুমড়া দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। তিনি টানা চারবার এ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

Sharing is caring!