Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০৭:১০ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০৭:১০ অপরাহ্ণ

ফলো করুন-
কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ মারা যাওয়ায় নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন শেখ মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ। শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির মন্ত্রী পরিষদ তাকে আমির হিসেবে মনোনীত করে।

Manual2 Ad Code

নতুন আমির হতে যাওয়া শেখ মিশালের বর্তমান বয়স ৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন মিশাল।

Manual2 Ad Code

এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে ‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

শেখ মিশাল ১৯৬৭ থেকে ১৯৮০ পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ন্যাশনাল গার্ডের ডেপুটি চিফ হিসেবেও কাজ করেছেন তিনি।

Manual6 Ad Code

এর আগে শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা গেছেন। তার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই এক জরুরি বৈঠকে নতুন আমির নির্বাচন করেছে কুয়েতের মন্ত্রিসভা।

শেয়ার করুন