কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল লিয়াকতের
২৪ মার্চ ২০২৪, ০৮:৩০ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিয়াকত আলী (৭৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন জমিতে উপড়ে পড়ে যায়। কৃষক লিয়াকত আলী সকালে ইসলামগঞ্জ বাজারের পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে নিজের অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের সদস্যরা আবেদন করেছেন।