Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই

admin

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ডাকাতির অভিযোগে গ্রেফতার দুই

Manual7 Ad Code

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হাজীপুর ইউনিয়নের নূর মিয়ার ছেলে তালেব (৪২) ও কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মৃত আমজদ আলীর ছেলে তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০)।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল রাজ্জাক, এসআই আব্দুর রহিম জিবান ও শাহ হিমেল সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর এলাকা থেকে ডাকাত তাজুদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তালেবকেও তার বাড়িতে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত তাজুদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৭টি এবং তালেবের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে। সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন