কেমন ছিল বাংলাদেশের ৫৩টি বাজেট
০৬ জুন ২০২৪, ০১:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বিজয় অর্জনের মধ্য দিয়ে মানচিত্র পায় বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম দেশের প্রথম বাজেট ঘোষিত হয় ১৯৭২ সালের ৩০ জুন। ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। একে দেশের ‘ঐতিহাসিক বাজেট’ হিসেবে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। এর আগেও মুজিবনগর সরকার একটি বাজেট ঘোষণা করেছিল, যেখানে রাজস্ব ধরা হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ টাকা, ব্যয় ৮ কোটি টাকা।
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আজ ৫৩ বছর পেরিয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ৫৪ বছরে বাজেটের আকার বেড়েছে ১ হাজার গুণের বেশি। পরিবর্তন হয়েছে বাজেট উপস্থাপন পদ্ধতির, নতুন-নতুন বিষয় যুক্ত হয়েছে সরকারের আয় ও ব্যয়ের খাতে।
গত ৫৩ বছরে যত বাজেট দেওয়া হয়েছে, তার আকার কত ছিল আর কে কবে তা উপস্থাপন করেছিলেন, তারই একটি বিবরণ দেওয়া হলো এখানে।
১. মুজিবনগর সরকার, ১৯ জুলাই ১৯৭১
রাজস্ব আয় ৭ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯৯৮ টাকা, ব্যয় ৮ কোটি, ৬২ লাখ, ৪৮ হাজার, ২০৪ টাকা।
প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার। স্বাধীনতাযুদ্ধের জন্য দরকারি, অপরিহার্য ব্যয় মেটাতেই এই বাজেট। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের জন্য তৈরি হয়েছিল এই বাজেট।
২. তাজউদ্দীন আহমদ, ৩০ জুন, ১৯৭২
একই সঙ্গে দুই অর্থবছর ১৯৭১-৭২ এবং ১৯৭২-৭৩ এর বাজেট পেশ করা হয়েছিল এই দিন। এই বাজেটের ব্যয় ছিল ৭৭৬ কোটি টাকা।
৩. তাজউদ্দীন আহমদ, ১৪ জুন, ১৯৭৩
১৯৭৩-৭৪ অর্থবছরে মোট বাজেট ৮২০.৬৫ কোটি টাকা, মোট আয় ৩৭৪.৩২ কোটি টাকা, মোট ঘাটতি ৪০৯.৩৪ কোটি টাকা।
৪. তাজউদ্দীন আহমদ, ১৯ জুন ১৯৭৪
১৯৭৪-৭৫ অর্থবছরে মোট বাজেট ৯৯৫.২৩ কোটি টাকা, মোট আয় ৪৭০.২৩ কোটি টাকা, মোট ঘাটতি ৫২৫ কোটি টাকা।
৫. এ আর মল্লিক, ২৩ জুন, ১৯৭৫
১৯৭৫-৭৬ অর্থবছরে মোট বাজেট ছিল ১৫৪৯.৪৮ কোটি টাকা, মোট আয় ৭৫৫.৩৮ কোটি টাকা, মোট ঘাটতি ৭৯৪.১০ কোটি টাকা।
৬. মেজর জেনারেল জিয়াউর রহমান, ২৬ জুন ১৯৭৬
১৯৭৬-৭৭ অর্থবছরে মোট বাজেট ১৮৬৭.৮৭ কোটি টাকা, মোট আয় ৯৬৬.৩৮ কোটি টাকা, মোট ঘাটতি ৯০১.৪৯ কোটি টাকা।
৭. মেজর জেনারেল জিয়াউর রহমান, ২৫ জুন, ১৯৭৭
১৯৭৭-৭৮ অর্থবছরে মোট বাজেট ২,০৮৬.৯৬ কোটি টাকা, মোট আয় ১,১৫৬ কোটি টাকা, ঘাটতি ৯৩০.৩৫ কোটি টাকা ছিল।
এই বাজেটেই ইতিহাসে প্রথমবারের কোনো জরিমানা ছাড়াই কালোটাকা সাদা করার সুযোগের কথা বলা হয়, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
৮. মেজর জেনারেল জিয়াউর রহমান, ৩০ জুন, ১৯৭৮
১৯৭৮-৭৯ অর্থবছরে মোট বাজেট ২,৪৪৩.৯৬ কোটি টাকা, মোট আয় ১,৩৭৬ কোটি টাকা, মোট ঘাটতি ১,০৬৭.৪৬ কোটি টাকা।
৯. মীর্জা নুরুল হুদা, ২ জুন ১৯৭৯
১৯৭৯-৮০ অর্থবছরে মোট বাজেট ৩,২৬৩.৯৬ কোটি টাকা, মোট আয় ১,৮১২.০২ কোটি টাকা, মোট ঘাটতি ১,৪৫১.৯৪ কোটি টাকা।
১০. মোহাম্মদ সাইফুর রহমান, ৭ জুন, ১৯৮০
১৯৮০-৮১ অর্থবছরে মোট বাজেট ৪,১০৮.০৩ কোটি টাকা, মোট আয় ২,১৯৩ কোটি টাকা, মোট ঘাটতি ১,৯১৪.৬৫ কোটি টাকা।
১১. মোহাম্মদ সাইফুর রহমান, ৬ জুন, ১৯৮১
১৯৮১-৮২ অর্থবছরে মোট বাজেট ৪,৬৭৭ কোটি টাকা, মোট আয় ২,৭৬৭ কোটি টাকা, মোট ঘাটতি ১,৯১০ কোটি টাকা।
১২. আবুল মাল আবদুল মুহিত, ৩০ জুন, ১৯৮২
১৯৮২-৮৩ অর্থবছরে মোট বাজেট ৪,৭৩৭.৬৩ কোটি টাকা, মোট আয় ২,৬৬৭.৮২ কোটি টাকা, মোট ঘাটতি ১,৯৬৯.৮১ কোটি টাকা।
১৩. আবুল মাল আবদুল মুহিত, ৩০ জুন, ১৯৮৩
১৯৮৩-৮৪ অর্থবছরে মোট বাজেট ৫,৮৯৭.৪০ কোটি টাকা, মোট আয় ৩,৩৯৬.৭৬ কোটি টাকা, মোট ঘাটতি ২,৫০০.৬৪ কোটি টাকা।
১৪. এম সাইদুজ্জামান, ২৭ জুন, ১৯৮৪
১৯৮৪-৮৫ অর্থবছরে মোট বাজেট ৬,৬৯৮.৮০ কোটি টাকা, মোট আয় ৩,৪৬৫ কোটি টাকা, মোট ঘাটতি ৩,২৩৩.৮০ কোটি টাকা।
১৫. এম সাইদুজ্জামান, ৩০ জুন, ১৯৮৫
১৯৮৫-৮৬ অর্থবছরে মোট বাজেট ৭,১৩৮.৭২ কোটি টাকা, মোট আয় ৩,৭৫৪ কোটি টাকা, মোট ঘাটতি ৩,৩৮৪.৭২ কোটি টাকা।
১৬. এম সাইদুজ্জামান, ২৭ জুন, ১৯৮৬
১৯৮৬-৮৭ অর্থবছরে মোট বাজেট ৮,৫০৪ কোটি টাকা, মোট আয় ৪,৪৬৮ কোটি টাকা, মোট ঘাটতি ৪,০৩৬ কোটি টাকা।
১৭. এম সাইদুজ্জামান, ১৮ জুন, ১৯৮৭
১৯৮৭-৮৮ অর্থবছরে মোট বাজেট ৯,৫২৭ কোটি টাকা, মোট আয় ৪,৯১৫ কোটি টাকা, মোট ঘাটতি ৪,৬১২ কোটি টাকা।
১৮. মেজর জেনারেল (অব.) আবদুল মুনএম, ১৬ জুন, ১৯৮৮
১৯৮৮-৮৯ অর্থবছরে মোট বাজেট ১০,৫৬৫ কোটি টাকা, মোট আয় ৫,৫৬৯ কোটি টাকা, মোট ঘাটতি ৪,৯৯৬ কোটি টাকা।
১৯. ওয়াহিদুল হক, ১৫ জুন, ১৯৮৯
১৯৮৯-৯০ অর্থবছরে মোট বাজেট ১২,৭০৩.০২ কোটি টাকা, মোট আয় ৫,৫৬৯ কোটি টাকা, মোট ঘাটতি ৫,৫২২.৪৯ কোটি টাকা।
২০. মেজর জেনারেল (অব.) আবদুল মুনএম, ১৪ জুন, ১৯৯০
১৯৯০-৯১ অর্থবছরে মোট বাজেট ১২,৯৬৮ কোটি টাকা, মোট আয় ৭,৫৬২.৭৮ কোটি টাকা, মোট ঘাটতি ৫,৪০৫.২২ কোটি টাকা।
২১. মো. সাইফুর রহমান, ১২ জুন, ১৯৯১
১৯৯১-৯২ অর্থবছরে মোট বাজেট ১৫,৫৮৩.২৫ কোটি টাকা, মোট আয় ৮,৫০৩.০৯ কোটি টাকা, মোট ঘাটতি ৭,০৮০.১৬ কোটি টাকা।
২২. মো. সাইফুর রহমান, ১৮ জুন ১৯৯২
১৯৯২-৯৩ অর্থবছরে মোট বাজেট ১৭,২০০ কোটি টাকা, মোট আয় ১০,৫৫৪ কোটি টাকা, মোট ঘাটতি ৬,৬৪৬ কোটি টাকা।
২৩. মো. সাইফুর রহমান, ১০ জুন, ১৯৯৩
১৯৯৩-৯৪ অর্থবছরে মোট বাজেট ১৯,০৫০ কোটি টাকা, মোট আয় ১২,৩৩৫ কোটি টাকা, মোট ঘাটতি ৬,৭১৫ কোটি টাকা।
২৪. মো. সাইফুর রহমান, ৯ জুন, ১৯৯৪
১৯৯৪-৯৫ অর্থবছরে মোট বাজেট ২০,৯৪৮ কোটি টাকা, মোট আয় ১৩,৬৩৭ কোটি টাকা, মোট ঘাটতি ৭,৩১১ কোটি টাকা।
২৫. মো. সাইফুর রহমান, ১৫ জুন, ১৯৯৫
১৯৯৫-৯৬ অর্থবছরে মোট বাজেট ২৪,৭০৭ কোটি টাকা, মোট আয় ১৫,৪৫০ কোটি টাকা, মোট ঘাটতি ৯,২৫৭ কোটি টাকা।
২৬. শাহ এ এম এস কিবরিয়া, ২৮ জুলাই, ১৯৯৬
১৯৯৬-৯৭ অর্থবছরে মোট বাজেট ২৫,২৫৮ কোটি টাকা, মোট আয় ১৭,১২০ কোটি টাকা, মোট ঘাটতি ৮,১৩৮ কোটি টাকা।
২৭. শাহ এ এম এস কিবরিয়া, ১২ জুন, ১৯৯৭
১৯৯৭-৯৮ অর্থবছরে মোট বাজেট ২৭,৭৮৬ কোটি টাকা, মোট আয় ১৯,৬২৪ কোটি টাকা, মোট ঘাটতি ৮,১৬২ কোটি টাকা।
দেশে প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়, বয়স্ক ভাতা দিতে ৫০ কোটি টাকা বরাদ্দ।
২৮. শাহ এ এম এস কিবরিয়া, ১১ জুন, ১৯৯৮
১৯৯৮-৯৯ অর্থবছরে মোট বাজেট ৩০,০৯৬ কোটি টাকা, মোট আয় ২০,৭৭৬ কোটি টাকা, মোট ঘাটতি ৯,৩২০ কোটি টাকা।
২৯. শাহ এ এম এস কিবরিয়া, ১০ জুন, ১৯৯৯
১৯৯৯-২০০০ অর্থবছরে মোট বাজেট ৩৬,১৭৮ কোটি টাকা, মোট আয় ২৪,১৫১ কোটি টাকা, মোট ঘাটতি ১২,০২৭ কোটি টাকা।
৩০. শাহ এ এম এস কিবরিয়া, ৮ জুন, ২০০০
২০০০-০১ অর্থবছরে ৪২,৮৫৯ কোটি টাকা, মোট আয় ২৪,১৯৮ কোটি টাকা, মোট ঘাটতি ১৮,৬৬১ কোটি টাকা।
৩১. শাহ এ এম এস কিবরিয়া, ৭ জুন, ২০০১
২০০১-০২ অর্থবছরে মোট বাজেট ৪৪,৭৬৫ কোটি টাকা, মোট আয় ২৭,২৩৯ কোটি টাকা, মোট ঘাটতি ১৭,৫২৬ কোটি টাকা।
৩২. এম সাইফুর রহমান, জুন, ২০০২
২০০২-০৩ অর্থবছরে মোট বাজেট ৪৪,৮৫৪ কোটি টাকা, মোট আয় ৩৩,০৮৪ কোটি টাকা, মোট ঘাটতি ১১,৭৭০ কোটি টাকা।
৩৩. এম সাইফুর রহমান, ১২ জুন, ২০০৩
২০০৩-০৪ অর্থবছরে মোট বাজেট ৫১,৯৮০ কোটি টাকা, মোট আয় ৩৬,১৭১ কোটি টাকা, মোট ঘাটতি ১৫,৮০৯ কোটি টাকা।
৩৪. এম সাইফুর রহমান, ১০ জুন, ২০০৪
২০০৪-০৫ অর্থবছরে মোট বাজেট ৫৭,২৪৮ কোটি টাকা, মোট আয় ৪১,৩০০ কোটি টাকা, মোট ঘাটতি ১৫,৯৪৮ কোটি টাকা।
৩৫. এম সাইফুর রহমান, ৯ জুন, ২০০৫
২০০৫-০৬ অর্থবছরে মোট বাজেট ৬৪,৩৮৩ কোটি টাকা, মোট আয় ৪৫,৭২২ কোটি টাকা, মোট ঘাটতি ১৮,৬৬১ কোটি টাকা।
৩৬. এম সাইফুর রহমান, ৮ জুন, ২০০৬
২০০৬-০৭ অর্থবছরে মোট বাজেট ৬৯,৭৪০ কোটি টাকা, মোট আয় ৫২,৫৪২ কোটি টাকা, মোট ঘাটতি ১৭,১৯৮ কোটি টাকা।
৩৭. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, ৭ জুন, ২০০৭
২০০৭-০৮ অর্থবছরে মোট বাজেট ৮৭,১৩৭ কোটি টাকা, মোট আয় ৫৭,৩০১ কোটি টাকা, মোট ঘাটতি ২৯,৮৩৬ কোটি টাকা।
৩৮. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, ৯ জুন, ২০০৮
২০০৮-০৯ অর্থবছরে মোট বাজেট ৯৯,৯৬২ কোটি টাকা, মোট আয় ৭৫,৭২৮ কোটি টাকা, মোট ঘাটতি ২৪,২৩৪ কোটি টাকা।
৩৯. আবুল মাল আবদুল মুহিত, ১১ জুন, ২০০৯
২০০৯-২০ অর্থবছরে মোট বাজেট ১,১৩৮.১৯ কোটি টাকা, মোট আয় ৭৯,৪৬১ কোটি টাকা, মোট ঘাটতি ২৯,২২৮ কোটি টাকা।
৪০. আবুল মাল আবদুল মুহিত, ১০ জুন, ২০১০
২০১০-১১ অর্থবছরে মোট বাজেট ১,৩২,১৭০ কোটি টাকা, মোট আয় ৯২,৮৪৭ কোটি টাকা, মোট ঘাটতি ৩৪,৫১৪ কোটি টাকা।
৪১. আবুল মাল আবদুল মুহিত, ৯ জুন, ২০১১
২০১১-১২ অর্থবছরে মোট বাজেট ১,৬৩,৫৮৯ কোটি টাকা, মোট আয় ১,১৮,৩৭৫ কোটি টাকা, মোট ঘাটতি ৪৫,২০৪ কোটি টাকা।
৪২. আবুল মাল আবদুল মুহিত, ৭ জুন, ২০১২
২০১২-১৩ অর্থবছরে মোট বাজেট ১,৯১,৭৩৮ কোটি টাকা, মোট আয় ১,১৮,৩৭৫ কোটি টাকা, মোট ঘাটতি ৫২,০৬৮ কোটি টাকা।
৪৩. আবুল মাল আবদুল মুহিত, ৬ জুন, ২০১৩
২০১৩-১৪ অর্থবছরে মোট বাজেট ২,২২,৪৯১ কোটি টাকা, মোট আয় ১,৭৪,১২৯ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ৪৮,৩৬২ কোটি।
৪৪. আবুল মাল আবদুল মুহিত, ৫ জুন, ২০১৪
২০১৪-১৫ অর্থবছরে মোট বাজেট ২,৫০,৫০৬ কোটি টাকা, মোট আয় ১,৮৯,১৬০, সামগ্রিক ঘাটতি ৬১,৩৪১ কোটি টাকা।
৪৫. আবুল মাল আবদুল মুহিত, ৪ জুন , ২০১৫
২০১৫-১৬ অর্থবছরে মোট বাজেট ২,৯৫,১০০ কোটি টাকা, মোট আয় ২,১৪,২৪৩, সামগ্রিক ঘাটতি ৮০,৮৫৭ কোটি টাকা।
৪৬. আবুল মাল আবদুল মুহিত, ২ জুন, ২০১৬
২০১৬-১৭ অর্থবছরে মোট বাজেট ৩,৪০,৬০৫ কোটি টাকা, মোট আয় ২,৪৮,২৬৮ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ৯২,৩৩৭ কোটি টাকা।
৪৭. আবুল মাল আবদুল মুহিত, ১ জুন, ২০১৭
২০১৭-১৮ অর্থবছরে মোট বাজেট ৪,০০,২৬৬ কোটি টাকা, মোট আয় ২,৯৩,৪৯৪ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ১,০৬,৭৭০ কোটি টাকা।
৪৮. আবুল মাল আবদুল মুহিত, ৭ জুন, ২০১৮
২০১৮-১৯ অর্থবছরে মোট বাজেট ৪,৬৪,৫৭৩ কোটি টাকা, মোট আয় ৩,৪৩,৩৩১ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ১,২১,২৪২ কোটি টাকা।
৪৯. আ হ ম মুস্তফা কামাল, ১৩ জুন, ২০১৯
২০১৯-২০ অর্থবছরে মোট বাজেট ৫,২৩,১৯০ কোটি টাকা, মোট আয় ৩,৮১,৯৭৮ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ১,৪১,২১২ কোটি টাকা।
৫০. আ হ ম মুস্তফা কামাল, ১১ জুন, ২০২০
২০২০-২১ অর্থবছরে মোট ব্যয় ৫,৬৮০০০ কোটি টাকা, মোট আয় ৩,৭৮,০০০ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ১,৯০,০০০ কোটি টাকা।
৫১. আ হ ম মুস্তফা কামাল, ৩ জুন, ২০২১
২০২১-২২ অর্থবছরে মোট ব্যয় ৬,০৩,৬৮১ কোটি টাকা, মোট আয় ৩,৮৯,০০০ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ২,১৪,৬৮১ কোটি টাকা।
৫২. আ হ ম মুস্তফা কামাল, ৯ জুন, ২০২২
২০২২-২৩ অর্থবছরে মোট বাজেট ৬,৭৮,০৬৪ কোটি টাকা, মোট আয় ৪,৩৩,০০০ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ২,৪৫,০৬৪ কোটি টাকা।
ইতিহাসে প্রথম পাচার করা অর্থ বা সম্পদের ঘোষণা দিয়ে তা সাদা করার সুযোগ দেওয়া হয়।
৫৩. আ হ ম মুস্তফা কামাল, ১ জুন, ২০২৩
২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেট ৭,৬১,৭৮৫ কোটি টাকা, মোট আয় ৫,০৩,৯০০ কোটি টাকা, সামগ্রিক ঘাটতি ২,৬১,৭৮৫ কোটি টাকা।
৫৪. আবুল হাসান মাহমুদ আলী, ৬ জুন, ২০২৪
আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।