Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে বেড়েছে মাদক কারবারিদের অপতৎপরতা, র‍্যাবের অভিযান

admin

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৩ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
কোম্পানীগঞ্জে বেড়েছে মাদক কারবারিদের অপতৎপরতা, র‍্যাবের অভিযান

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগরে বেড়েছে মাদক কারবারিদের অপতৎপরতা। এই অপতৎপরতা ঠেকাতে শনিবার রাতে গৌরীনগরে ঝটিকা অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। অভিযানকালে এক মাদক কারবারিকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটক মাদক কারবারির নাম আবু ছাইদ। তিনি গৌরীনগর গ্রামের আকিল মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শনিবার (২৭ মে) রাত ৯টায় উপজেলার গৌরীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গৌরীনগর গ্রামে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি টিম। এসময় আবু ছাইদকে র‍্যাব আটক করে। তবে কয়েকজন মাদক কারবারি এসময় পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আকিল মিয়া ও জিয়াউদ্দিন নামের দুজন মাদক কারবারের মূল হোতা। কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের তাদের নেতৃত্বে বেড়েছে মাদক বেচাকেনা। বিশেষ করে ইউনিয়নের গৌরীনগর, সুন্দাউরা ও পূর্ণাছগামে মাদকের ব্যবসা বেশি চলছে।

Manual6 Ad Code

স্থানীয়দের অভিযোগ- দ‌ক্ষিণ র‌ণিখাই ইউনিয়‌নের গৌরীনগর গ্রা‌মে দিনদুপু‌রে প্রকাশ্যেই চলে মাদ‌কের বি‌ক্রি ও সেবন। আলেম-ওলামার গ্রাম নামে প্রসিদ্ধ এই গৌরীনগর গ্রাম। কিন্তু গত কয়েক বছর থেকে এই গ্রামে বেড়েছে মাদক কেনা-বেচা ও সেবন। বর্তমানে জিয়া উদ্দিন, আকিল, আব্দুর রহিম ও তাজ উদ্দিন নামের ৪ মাদক ব্যবসায়ীর নেতৃত্বে চলছে অবাধে মাদকের ব্যবসা। একসময় তারা সীমান্ত থেকে মাদক বহন করে এনে নির্দিষ্ট খদ্দেরদের কাছে পৌঁছে দিতেন। আর এখন তারাই অন্যদের দিয়ে মাদক আনিয়ে বিভিন্ন জায়গায় পাঠান।

এ বিষয়ে দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি।

Manual5 Ad Code

শেয়ার করুন