খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল

Daily Ajker Sylhet

admin

১৮ এপ্রি ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ


খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। সেখানে প্রায় ঘণ্টাব্যাপি একান্ত আলাপ করেন তারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলের মহাসচিব তার বাসায় যান। এরপর ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় তারা একে অন্যের খোঁজখবর নেন।

Sharing is caring!