Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ, সতর্ক পুলিশ

admin

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ০২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ০২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
খাগড়াছড়ির ৫ উপজেলায় সড়ক অবরোধ, সতর্ক পুলিশ

Manual4 Ad Code

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে হ্লাসিংমং মারমা নামে ইউপিডিএফ(প্রসীত)’র এক সদস্যকে হত্যার প্রতিবাদে জেলার ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে দূর পাল্লার যাবাহন চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন।

তবে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউপিডিএফ এক বিবৃতিতে অবিলম্বে খুনীদের গ্রেফতার-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Manual5 Ad Code

বুধবার (৫ এপ্রিল) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ও গুইমারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

জানা গেছে, জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি স্কুলপাড়া এলাকায় বালুর পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর পিটুনিতে আহত হন হ্লাচিংমং মারমা। পরে সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে বুধবার ভোর থেকে অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো বুধবার সকাল ৭টায় পুলিশি পাহারায় সদর উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।

পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, বুধবার ভোর থেকেই পুলিশ মাঠে আছে। সকাল থেকেই যানবাহন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার ভোর থেকে পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

শেয়ার করুন