খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মির্জা ফখরুলের
২২ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। সেখানে প্রায় এক ঘন্টা ছিলেন বিএনপি মহাসচিব। এ সময় দলীয় প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজ-খবর নিতে গুলশানের বাসায় গিয়েছিলেন মহাসচিব।
এর আগেও বেশ কয়েকবার দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফিরোজার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে পরদিন ২ মে রাতে বাসায় ফেরেন তিনি।