Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া কে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেওয়া হয়নি

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:০৪ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ০১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়া কে নিয়ে সিনেমা বানানোর অনুমতি দেওয়া হয়নি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এম কে জামান নামে একজন নির্মাতা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২০ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয় সিনেমা বানানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।

Manual4 Ad Code

পোস্টে বলা হয়, ‌‘বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে নিয়ে কোন সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোন প্রকার অনুমতি জিয়া পরিবারের কোন সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।’

Manual4 Ad Code

সিনেমা বানানোর ঘোষণার পরই পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করতে চিয়েছিল এন্টারটেইনমেন্ট পিএলসি নামে একটি প্রতিষ্ঠান।

এ বিষয়ে পরিচালক জামান দাবি করে জানিয়েছিলেন, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে।

Manual5 Ad Code

এ নির্মাতা আরও বলেন, অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন