Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরার আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও মো. শুক্কুর আলী (২৮)।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঙ্গালগাছ বাঁশ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি জিয়াউল হক। তিনি জানান, কী কারণে কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

নিহত শফিকুলের স্ত্রী সুমাইয়া বলেন, ‌আমার স্বামী শফিকুল ইসলাম বলাকা বাসের হেলপার ছিলেন। বিকেলে বাসা থেকে বড়শি দিয়ে মাছ ধরতে যান তিনি। রাসেল নামে একজন এসে খবর দেয় যে আমার স্বামী মারামারি করছে। খবর পেয়ে এসে দেখি আমার স্বামী ও দেবরকে মেরে ফেলেছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আমার স্বামীর সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমনের টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। ক’দিন আগে তাদের সঙ্গে মারামারি করছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, নিহতরা সন্ত্রাসী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পর রাতেই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual5 Ad Code

শেয়ার করুন