Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জবাসীর কাছে আজীবন ঋণী- নাহিদ

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ | ০৩:০৮ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ | ০৩:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জবাসীর কাছে আজীবন ঋণী- নাহিদ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন গোলাপগঞ্জ- বিয়ানীবাজার মানুষ তাদের সমর্থন ভালোবাসা দিয়ে বার বার আমাকে নির্বাচিত করেছেন – আপনারা আমাকে এমপি এবং মন্ত্রী হিসেবে তৈরী করেছেন- আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি আজীবন ঋনী। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছি- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন – আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে আপনাদের সমর্থন আর ভালোবাসা নিয়ে অসমাপ্ত কাজ গুলো করতে চাই।

নুরুল ইসলাম নাহিদ এমপি শনিবার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আছিরগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

Manual3 Ad Code

বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ কেরলের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগ সভাপতি তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম বাবলু, রুমেল সিরাজ,ইউ মেম্বার ফায়দুল ইসলাম,বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশতাক আহমদ।

Manual8 Ad Code

শেয়ার করুন