গোলাপগঞ্জে মৌসূমী বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করলেন ইউএনও

Daily Ajker Sylhet

admin

২৪ এপ্রি ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ণ


গোলাপগঞ্জে মৌসূমী বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করলেন ইউএনও

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে মৌসূমী বোরো ধান সংগ্রহের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস, ওসি (এলএসডি) রুহুল আমিন চৌধুরী।

উদ্বোধনের প্রথমদিনই কৃষকদের কাছ থেকে ৩টন ধান সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। টানা ৫মাস এই বোরো ধান সংগ্রহ করা হবে নলে বৃহস্পতিবার জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস।

তিনি জানান, বোরো ধান-২৫ এবারের সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৯ মেট্রিক টন। আর সিদ্ধ চাল ৭৬ টন। কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ধান ৩৬টাকা আর চাল ৪৯ টাকা ধরা হয়েছে।

Sharing is caring!