Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে শ্রমিক নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী জাবেদের মতবিনিময়

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে শ্রমিক নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী জাবেদের মতবিনিময়

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ৮মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৫ মার্চ) রাত ১১টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্ট-৭০৭ এর অন্তর্ভুক্ত পুরকায়স্থ বাজার উপ-পরিষদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় শাখার সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও সদস্য শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

Manual1 Ad Code

শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘উপজেলার সর্বস্থরের মানুষকে সাথে নিয়ে আমি উপজেলায় কাজ করতে চাই। শ্রমিক ভাইয়েরা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আরও শক্তি পাবো। সবাইকে সাথে নিয়ে আমি উপজেলাকে সিন্ডিকেট মুক্ত করতে চাই। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

Manual8 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক ছারওয়ার হোসেন, পুরকায়স্থ বাজার বণিক সমিতির সভাপতি ছলিক আহমদ, ব্যবসায়ী রোসন আহমদ।

এরআগে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বিকেল ৩টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফকিরটুল গ্রামে জাগ্রত নারী উন্নয়ন সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময়, পৌর শহরের হাজী আসিদ আলী শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকাদক্ষিণ উপ-পরিষদ এর শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

শেয়ার করুন