Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে স্ত্রী ডিভোর্স দেওয়ায় স্বামীর আত্মহত্যা

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৩ | ০৩:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৩ | ০৩:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে স্ত্রী ডিভোর্স দেওয়ায় স্বামীর আত্মহত্যা

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে শাহেদ আহমদ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে। সে এক কন্যা সন্তানের পিতা।

 

পুলিশ সূত্রে জানা যায়, আজ থেকে ২ মাস আগে তার স্ত্রী থাকে ডিভোর্স দেয়। এরপর থেকে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়ে সে। গতকাল রাতে পরিবারের সকলের অগোচরে রাতের কোন এক সময় গোয়ালঘরের ভিতরে কাঠের বর্গার তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বিকাশ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে লাশ প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বউ ছেড়ে যাওয়ায় সে আত্মহত্যা করতে পারে।

Manual5 Ad Code

শেয়ার করুন