Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৫২ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিবুল আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার মধ্য রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিবুল আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম ফুলসাইন্দ গ্রামের আব্দাল আলীর পুত্র।

Manual1 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি দুপুর অনুমান ১টার দিকে ভিকটিমকে ঘরে একা পেয়ে ওই মামলার গ্রেপ্তারকৃত আসামি শিবুল আহমদ জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ১৩, তারিখ- ১৯-০২-২০২৪) দায়ের করেন।

Manual2 Ad Code

এই মামলায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মামলার তদন্তকারী অফিসার এসআই আসিব ইকবাল সঙ্গীয় এসআই পার্থ সারথী দাস, এসআই জাহাঙ্গীর আলম ও ফোর্সসহ গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সিলেট শহরের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি শিবুলকে বুধবার সকালে কোর্ট প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন