গোল করে মিয়ামিকে বাঁচালেন মেসি

Daily Ajker Sylhet

admin

০৭ এপ্রি ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ


গোল করে মিয়ামিকে বাঁচালেন মেসি

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় ছিল। ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর খোলাশা করেও কিছু বলেননি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) টরেন্টের বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টার ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো সময়, গোল করেছেন, দলকে পয়েন্টও এনে দিয়েছেন।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ১০ এপ্রিল মিয়ামির বাঁচা মরার লড়াই। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারে মিয়ামি। এবার সেই গোলের শোধ দিয়ে উঠতে হবে শেষ চারে। এমন কঠিন ম্যাচে মেসিকে ফিট রাখতে চাইছে মিয়ামি। তবে সোমবার সকালেও এমএলএসের ম্যাচটি পুরো সময় খেলেছেন মেসি।

চেজ স্টেডিয়ামে ভোরে টরেন্টোর বিপক্ষে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। মিয়ামির একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মিয়ামির রক্ষণদুর্গ ভেদ করেন ফেদেরিকো বার্নারদেস্কি।

তবে টরেন্টো মিডফিল্ডারের উদযাপন মাটি হয়েছে মিনিটদুয়েক পরই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। মিয়ামির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া প্রথমে পাস দেন। সেই বল নিয়ে মেসি দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচটি পয়েন্ট ভাগাভাগি করে ওই ব্যবধানেই থামে।

এই ড্রয়ের পর মিয়ামি এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের মায়ামির। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

Sharing is caring!