গ্যাস সিলিন্ডারের রঙ লাল কেন হয়?

Daily Ajker Sylhet

admin

০৩ নভে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ


গ্যাস সিলিন্ডারের রঙ লাল কেন হয়?

স্টাফ রিপোর্টার:
গ্যাস সিলিন্ডার আমাদের সবার বাড়িতেই থাকে। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন গ্যাস সিলিন্ডারের রঙ বেশিরভাগ লাল কেন হয়? রান্নার গ্যাসের রঙ লাল হয়! বাজারে নীল রঙের সিলিন্ডার দেখা গেলেও লাল রঙের গ্যাসেই রান্না হয়!এছাড়া গ্যাস সিলিন্ডারের নিচের দিকে কয়েকটা বড় বড় গোল ফুটো থাকে! সেটাই বা কেন থাকে? চলুন জেনে নিই-

এই গর্তগুলি থাকার পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। কখনও গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে, এসব গর্ত থেকে বাতাস বের হতে থাকে, যার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এটি সিলিন্ডারের পৃষ্ঠকে উত্তপ্ত হতে বাধা দেয়। এই ফুটোগুলো আসলে সুরক্ষার জন্য তৈরি।

এবার আসা যাক সিলিন্ডারের রঙ লাল কেন হয়? এই উত্তর দিতে গিয়ে অনেকেই ভুল বলেছেন! আবার দেখা গেছে বহু মানুষ জানেনই না! তবে একটু চিন্তা করলেই আপনি বলতে পারবেন!

আসলে গ্যাস সিলিন্ডার লাল রঙ হওয়ায় এটি দূর থেকে সহজেই দেখা যায়। এই কারণেই লাল রঙ করা হয়। নীল রঙের সিলিন্ডারের ক্ষেত্রেও এক যুক্তি দেওয়া হয়। তাছাড়া লাল রঙ এমন রঙ যা আপনার চোখে পড়বেই। বিপদ এড়াতে কাজে লাগে এই রঙ!

Sharing is caring!