Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় মিধিলি : মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঘূর্ণিঝড় মিধিলি : মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মৌলভীবাজারে বিস্তৃত জনপদে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। চলছে দমকা ও ঝড়ো যাওয়া। এর ফলে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Manual3 Ad Code

শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৫টা থেকে মৌলভীবাজার জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিকেল ৫টা থেকে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগের ৩৩ কেভি জাতীয় গ্রিড লাইনে বিপর্যয় ঘটেছে। রাত ১০টা ২৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Manual2 Ad Code

নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তাদের দুটি পৃথক কারিগরী টিম কাজ করছে।

Manual1 Ad Code

এদিকে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলি হঠাৎ করে প্রচণ্ড রকমের শক্তিশালি হয়ে উঠেছে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থলের উপরে। ফলে ওই ৩ বিভাগের মিলিত স্থলের জেলাগুলোর উপর দিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের বেশি বেগে বায়ু প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, ঘূর্ণিঝড়টি হঠাৎ করে দিক পরিবর্তন করে এখন চট্টগ্রাম, ঢাকা, ও সিলেট বিভাগের উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের জেলাগুলোর উপরে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন