চাঞ্চল্যকর জিলান হত্যা : প্রধান আসামি ঢাকায় র‍্যাবের জালে

Daily Ajker Sylhet

admin

২২ জানু ২০২৪, ০১:১৫ অপরাহ্ণ


চাঞ্চল্যকর জিলান হত্যা : প্রধান আসামি ঢাকায় র‍্যাবের জালে

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলানকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) র‌্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বশত্রুতার জেরে ২০২৩ সালের ৩ জুলাই সন্ধ্যায় জিলান তার ছোট ভাইকে কুলাউড়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য রওয়ানা দেন। ওইদিনসন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে তিনি পৌঁছালে মিজুসহ আরও ১৩-১৪ জন জিলানকে দা, চাপাতি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার একপর্যায়ে রাস্তায় চলাচলরত লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর উপস্থিত লোকজন জিলানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গত ৭ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল ইসলাম আরও জানান, মৃত জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা মিজুকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র দেন। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে শনিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক এবং পরে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!