Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চোর ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
চোর ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে চোর ধরতে গিয়ে মো. মহিউদ্দিন (৫৯) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত মো. মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।

Manual4 Ad Code

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গণমাধ্যমকে জানান, বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থতা বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় দৌড়ে পালিয়ে যান রুবেল। এসময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যরা পিছু নেন। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

শেয়ার করুন