Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির আশা জিইয়ে রাখলো বাংলাদেশ

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
চ্যাম্পিয়নস ট্রফির আশা জিইয়ে রাখলো বাংলাদেশ

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়। তারপর টানা ছয় ম্যাচে হারের দাগ। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও নাজমুল হোসাইন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারালো বাংলাদেশ। টাইগারদের এই জয়ের ফলে টিকে রইল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।

সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এই জয়ে বড় অবদান সাকিব-শান্তর ১৬৯ রানের জুটির। এর মধ্যে সাকিব করেন ৮২ ও শান্ত করেন ৯০ রান।

Manual2 Ad Code

এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার ব্যাপার ছিল, তাতে সফল বাংলাদেশ।

Manual7 Ad Code

শ্রীলঙ্কার পক্ষে দিলশনা মাধুশাঙ্কা ৩ উইকেট নিয়েছেন। এছাড়া মাহেশ দুই ও অ্যাঞ্জেলা ম্যাথুউস দুই উইকেট নিয়েছেন। এর মধ্যে আবার টাইমড আউট নিয়ে দ্বন্দ্বে জড়ানো সাকিবকে আউট করেন ম্যাথিউস।

বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপরে নিয়মিত বিপরীতে উইকেট হারায় লঙ্কানরা। ১৩৫ রানেই তারা হারায় ৪ উইকেট। এরপরেই সাকিবের আবেদনে টাইমড আউটের শিকার হয়ে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৩৫ রানে ৫ উইকেট যাওয়ার পর দলের হাল ধরেন চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের বিপক্ষে তিনি আজ তুলে নেন সেঞ্চুরি। তার শতকে ভর করে শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয় লঙ্কানরা।

Manual1 Ad Code

বাংলাদেশের হয়ে অভিষেক বিশ্বকাপ ম্যাচে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২ উইকেট শিকারের পাশাপাশি ঝড়ো গতির ৮২ রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Manual7 Ad Code

শেয়ার করুন