Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাড় দেবে না পাকিস্তান, বিশেষ কিছুর আশায় বাংলাদেশ

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
ছাড় দেবে না পাকিস্তান, বিশেষ কিছুর আশায় বাংলাদেশ

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
নিয়মরক্ষার ম্যাচই বটে! পাকিস্তান যেমন আগেভাগে পাত্তাড়ি গুঁটিয়েছে, বাংলাদেশও পড়েছে মুখথুবড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই দেখেছে টানা দুই হার। তাতেই নিশ্চিত বিদায়। তবে শেষটা ভালো করতে মরিয়া দুই বিদায়ী। মোহাম্মদ রিজওয়ানের চাওয়া হারানো আত্মবিশ্বাস এবং নাজমুল হোসেন শান্তর নজর বিশেষ কিছুতে।

Manual5 Ad Code

ট্রফির মিশন নিয়ে লড়াইয়ে নেমেছিল দুদল। স্বাগতিক হিসেবে পাকিস্তানের ওপর ছিল বাড়তি প্রত্যাশা। তবে তা ধুলোয় মেশে নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে হারে। বাংলাদেশও এই দুই দলের বিপক্ষে নূন্যতম লড়াইও জমাতে পারেনি। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিকাল ৩টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। নিয়মরক্ষা কিংবা মান সম্মানের লড়াইটি বসবে রাওয়ালপিন্ডিতে।

আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে চান শান্ত, ‘সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এজন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’ সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক, ‘এটি আরেকটি ম্যাচ এবং (আমরা) দেশের জন্য খেলছি, এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়।’

Manual7 Ad Code

শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ভক্তদের দারুণ কিছু দিতে চান শান্ত, ‘আমি আশা করি ছেলেরা ভক্ত-সমর্থক এবং দলের জন্য বিশেষ কিছু করবে। একটি ভালো ম্যাচ হবে আশা করছি।’

Manual8 Ad Code

শান্তর সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদও, নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ক্ষুধার্ত পাকিস্তানি খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে সহায়ক হবে।

পাকিস্তানের কোচ বলেছেন, ‘কোন অজুহাত নেই। জীবনে এমন কোনও অজুহাত থাকা উচিত নয়। তবে শেষ ম্যাচে ভালো ফল করতে চায়। দলের এমন অবস্থায় খেলোয়াড়রা মোটেই খুশি নয়, হেরে যাবার পর কেউ খুশি থাকে না। তবে সবাই জয়ের জন্য কঠোর চেষ্টা করে এবং আমরা সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। প্রতিটি ম্যাচই গর্বের। তাই কাল (আজ) জয় দিয়ে শেষ করতে চাই।’

Manual8 Ad Code

পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে বাংলাদেশ মাত্র পাঁচটিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।

শেয়ার করুন