Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে অবরোধে কোন প্রভাব পড়েনি

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:০৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
ছাতকে অবরোধে কোন প্রভাব পড়েনি

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি:
সারাদেশে টানা ৩দিনের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে তেমন কোনো প্রভাব পরেনি ছাতকে। সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে সিএনজি অটোরিক্শা, লেগুনা, ট্রাকসহ শত শত ছোট যানবাহন।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ছাতক উপজেলায় সরকারি সকল অফিস খোলা রয়েছে তাছাড়াও ছাতক পৌর শহরে, গোবিন্দগঞ্জ পয়েন্ট ও জাউয়া বাজারে বেশিরভাগ দোকানপাটও খোলা রয়েছে। কোথাও অবরোধের সমর্থনে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।

Manual6 Ad Code

যাত্রী ও স্থানীয়রা বলেছেন, জনগণ এই অবরোধকে প্রত্যাখ্যান করেছে। যে কারণে সকলেই ঘর থেকে বের হয়ে এসেছে। ভেঙ্গে ভেঙ্গে হলেও যে যার গন্তব্যে পৌঁছাচ্ছে।

ছাতক সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, অবরোধে কেউ যাতে মানুষের যানমালের ক্ষতি না করতে পারে সেজন্য পৌর শহরসহ প্রতিটি পয়েন্টে মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকে পুলিশ সদস্য ও টহল পুলিশের একাধিক টিম।

Manual7 Ad Code

শেয়ার করুন