Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের সমাবর্তন শেষে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৩ | ০১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ছেলের সমাবর্তন শেষে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী

Manual6 Ad Code

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইমা পরিবহনের বাস উল্টে উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী আহত হন।

Manual6 Ad Code

সোমবার (২০ মার্চ) ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে ইমা পরিবহনের বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি।

Manual4 Ad Code

নিহত অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র জেলার মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মৃত উপন্দ্রেনাথ মিত্রের ছেলে।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রোববার রাতে অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার ছেলে অমিত মিত্রের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে বাসে করে মঠবাড়িয়ায় আসছিলেন। ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খানবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অবিনাশ নিহত হন এবং তার স্ত্রীসহ গাড়িতে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের স্ত্রীর কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Manual4 Ad Code

 

শেয়ার করুন