Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

Manual3 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধানচাল ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) নামের একজন খুন হয়েছেন। নিহত রুবেল আহমদ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের হারই মিয়ার ছেলে।
গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে তাকে জকিগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ (২৩) কুপিয়ে আহত করে। সোমবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

Manual4 Ad Code

জানা গেছে, জকিগঞ্জ পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডে রুহুল আমিন শায়েকের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন রুবেল আহমদ জুবেল। পূর্ব বিরোধের জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কান্দিগ্রামের ফুরু মিয়ার ছেলে সাজু আহমদ কাঠমিস্ত্রীর কাজের বাটাইল দিয়ে জুবেলকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন।

শেয়ার করুন