Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে পুলিশের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ০৯:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে পুলিশের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার

Manual7 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পুলিশের পক্ষ থেকে শতাধিক অসহায় লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকে চাল, তেল, ছোলা, চিনিসহ অনান্য উপকরণ ছিলো।

সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশের সহযোগিতায় থানা পুলিশের ব্যবস্থাপনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বারহাল ইউনিয়নের শাহবাগে এবং থানা কম্পাউন্ডে পৃথকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা মহিলা ও অসহায় লোকজনের মধ্যে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম, থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন, উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল ইসলাম সজল, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার প্রমূখ।

Manual5 Ad Code

ইফতার সামগ্রী বিতরণকালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশ সবসময়ই মানবিক কাজ করে যাচ্ছে৷ দেশের যেকোন প্রেক্ষাপটে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ায়। পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের কথা চিন্তা করে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জকিগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে, পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগী লোকজন।

Manual6 Ad Code

শেয়ার করুন