Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে বাবা-মাকে ফিরে পেল প্রতিবন্ধী শিশু

admin

প্রকাশ: ০৩ মে ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে বাবা-মাকে ফিরে পেল প্রতিবন্ধী শিশু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন খোকন (১১)খুঁজে পেল তার পরিবারকে। দীর্ঘ ১ মাস পর পরিবারকে খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জকিগঞ্জ থানায়। খোকন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের শিমুলবাক গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে থানার নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী অফিস রুমে শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।

Manual6 Ad Code

জকিগঞ্জ ও শান্তিগজ্ঞ থানা পুলিশ, জনপ্রতিনিধি এবং ফেসবুকের সহযোগিতার মাধ্যমে ছেলেটিকে তাহার পিতা নজরুল ইসলাম নজু সহ পরিবারের লোকজনের নিকট তাহাকে হস্তান্তর করতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি মোশাররফ।

 

Manual4 Ad Code

অপরদিকে দীর্ঘ প্রায় একমাস পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে খোকনের বাবা নজরুল ইসলাম নজুর বুক এবং বাবাকে ফিরে পেয়ে হাসি ফোটে শিশু খোকনের মুখেও। বাবা ছেলের পুনর্মিলনের সময় জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শেয়ার করুন