জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

Daily Ajker Sylhet

admin

১২ ফেব্রু ২০২৫, ০৬:৪০ অপরাহ্ণ


জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অটোরিকশার (সিএনজি) চালকসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত রাকেশ রায় (৭০) হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার বেলা ২টার দিকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশের গন্ধবপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার উমেদ নগর গ্রামের মৃত রায় মোহন রায়ের ছেলে রাকেশ রায় (৭০) ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

Sharing is caring!