Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকার বাসিন্দা খছরু মিয়ার ছেলে কামিল হোসেন (১৭) বুধবার বিকেলে নিজ শয়ন কক্ষের ছাদের রডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার ছোট বোন মাহতুবা জান্নাত সুর চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরের গলার ফাঁস খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তানজিম হোসেন রনি বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

অপরদিকে, জগন্নাথপুরের সীমান্তবর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামড়ী সেতুতে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে চালক আছকির মিয়া (২৬) গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই ট্রাক্টর চালক আছকিরকে মৃত ঘোষণা করেন। মৃত আছকির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের আরশ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন