Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম।

Manual1 Ad Code

এ ঘটনায় লেগুনা চালক ও অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলী। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Manual1 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

Manual2 Ad Code

এ ঘটনায় লেগুনার ৬ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন